মন্তব্য প্রকাশের নীতিমালা
১. প্রাসঙ্গিকতা: পাঠকদের মন্তব্য অবশ্যই সংবাদের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হতে হবে।
২. আইন মেনে চলা: বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো মন্তব্য করা যাবে না।
৩. অবমাননাকর মন্তব্য নিষিদ্ধ:
– কোনো ব্যক্তি, জাতি, গোষ্ঠী, বা ভাষার প্রতি অবমাননাকর মন্তব্য করা যাবে না।
– ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো মন্তব্য গ্রহণযোগ্য নয়।
৪. ব্যক্তিগত আক্রমণ:
- – কাউকে হেয় করে অবমাননাকর ভাষা বা প্রাণীবাচক নাম ব্যবহার করা যাবে না।
- – ব্যক্তির নাম বিকৃত করে মন্তব্য করা নিষিদ্ধ।
৫. ভাষা ও শব্দ চয়ন:
- – অশ্লীল, অশালীন, এবং ইঙ্গিতপূর্ণ শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না।
- – বাংলা হরফে বাংলায় মন্তব্য করতে হবে; ইংরেজি হরফে বাংলা লেখা মন্তব্য বাতিল করা হবে।
৬. লিংক শেয়ার নিষেধ: মন্তব্যে কোনো ধরনের লিংক শেয়ার করা যাবে না।
৭. গঠনমূলক ও স্পষ্ট মন্তব্য:
- – অসংলগ্ন বা অসম্পূর্ণ বাক্যের মন্তব্য প্রকাশ করা হবে না।
- – মন্তব্যে ভুল বা অসম্পূর্ণ বাক্য থাকলে তা সম্পাদনা সাপেক্ষে প্রকাশ হতে পারে।
৮. ব্যক্তিগত নিরাপত্তা:
- – কাউকে ভয় দেখানো, হুমকি দেওয়া বা ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
- – উদ্দেশ্যপ্রণোদিত বা আপত্তিকর নাম/ছদ্মনাম ব্যবহার করা যাবে না।
৯. দায়বদ্ধতা: পাঠকদের মন্তব্যের জন্য Somoyrekha News কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।
১০. প্রকাশের অধিকার:
– Somoyrekha News যে কোনো মন্তব্য সম্পাদনা বা মুছে দেওয়ার অধিকার সংরক্ষণ করে।
– কোনো ইস্যুতে প্রয়োজন মনে করলে মন্তব্য মুছে দেওয়ার অধিকারও কর্তৃপক্ষের থাকবে।