পৌষের শুরু থেকেই রাজধানীতে সেভাবে শীত আঁচ করা যায়নি। তবে নতুন বছরের প্রথম দিন থেকে শীত বেশি অনুভূত হচ্ছিল। টানা দুদিন পর শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার পর রাজধানীতে সূর্যের দেখা মিলেছে। তবে হালকা কুয়াশাও রয়েছে। তবে রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।