আগের দিন যে প্রক্ষাপটের অবতারনা, পরদিন সেটি পেল পূর্ণতা। দীর্ঘ ১৫ বছর পর ক্যারিবিয়ায় টেস্ট জিতল বাংলাদেশ। জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে স্মরণীয় এক জয় পেল মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ইনিংসে দলকে বলতে গেলে একাই টেনে নেন জাকের আলি। তার ৯১ রানের ইনিংসের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৭। কিন্তু তাদের ইনিংস গুটিয়ে যায় ১৮৫ রানেই। দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ হল ১-১ সমতায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রও তারা শেষ করতে পারল জয় দিয়ে। তাতে পুরস্কার মঞ্চে মেরুন শিবিরে রাজ্যের হতাশা!
শুরুটা একতরফাভাবেই হয়। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বের অবকাশ ছিল না। ৫০ রানে ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। ম্যাচে ৬ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে দুই ইনিংসেই অবদান রেখে অনুমিতভাবেই সেটি উঠেছে তাইজুল ইসলামের হাতে। তবে ম্যান অব দ্য সিরিজ যৌথভাবে দুজন। সেই ট্রফি নিতে গিয়ে তাসকিন আহমেদের মুখে চওড়া হাসি, জেডেন সিলসের মুখ গুমোট। সিরিজ জয়ের ট্রফি নেওয়ার সময়ও একই দৃশ্য। একসঙ্গে ট্রফি গ্রহণ করলেও মিরাজের মুখে ঝলমলে হাসি, ক্রেইগ ব্র্যাথওয়েটের চেহারায় রাজ্যের আঁধার। ড্র হওয়া সিরিজেও যে কখনও কখনও জয়-পরাজয় থাকে, সেটিই যেন ফুটে উঠল এই দৃশ্যগুলোয়।
Please rate this post
Awsome